বাসস দেশ-৩০ : জোড়াসাঁকোয় ‘বাংলাদেশ গ্যালারি’র ভিত্তিপ্রস্তর স্থাপন

222

বাসস দেশ-৩০
জোড়াসাঁকো-গ্যালারি
জোড়াসাঁকোয় ‘বাংলাদেশ গ্যালারি’র ভিত্তিপ্রস্তর স্থাপন
কলকাতা, ৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে ‘বাংলাদেশ ও রবীন্দ্রনাথ’ শীর্ষক গ্যালারি’র আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবুহেনা মোস্তফা কামাল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলা একাডেমি’র মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, উপ হাই-কমিশনার তৌফিক হাসান ও অসীম কুমার উকিল এমপি ।
জোড়াসাঁকো বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কবিগুরুর শয়ন কক্ষের দ্বিতীয় তলার উল্টোদিকের দু’টি ঘর ও একটি সুবিশাল বারান্দায় বাংলাদেশ সরকারের অর্থায়নে গড়ে উঠবে এই গ্যালারী।
অনুষ্ঠানে কে এম খালিদ বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মিক সম্পর্ক ছিল গভীর। সেই সময়ের বাংলাদেশে কবিগুরুর অবস্থানকালীন সেখানকার যাবতীয় নিদর্শন এবং স্মৃতি-চিহ্নগুলো বাংলাদেশ গ্যালারীতে বিশেষভাবে স্থান পাবে এবং এর জন্য আমরা কাজ করছি।
বাসস/ডিএম/কেসি/২০৫০/-এসই