৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের আহ্বান

328

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জাতীয় সংসদের ৫টি আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষীরত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা-৩, ১৮৩ ঢাকা-১০, ৯৮ বাগেরহাট-৪, ৩৬ বগুড়া-১ ও ৯০ যশোর-৬ আসনের উপ-নির্বাচনে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল ১০ ফেব্রুয়ারি সোমবার হতে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দানের অনুরোধ জানানো যাচ্ছে।