বাসস ক্রীড়া-৭ : অ্যাতলেটিকোর সময়োচিত জয়, শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লীগের পথে গেটাফে

95

বাসস ক্রীড়া-৭
ফুটবল-অ্যাতলেটিকো-গেটাফে
অ্যাতলেটিকোর সময়োচিত জয়, শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লীগের পথে গেটাফে
মাদ্রিদ, ৯ ফেব্রুারি ২০২০ (বাসস/এএফপি): গত চার ম্যাচের মধ্যে শনিবার প্রথম জয়ের দেখা পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। গ্রানাডার বিপক্ষে ১-০ গোলের ওই জয়ে লা লীগার পয়েন্ট তালিকার শীর্ষ চারে জায়গা করে নিয়েছে তারা। এদিকে বিষ্ময়কর অগ্রযাত্রা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন্স লীগে খেলার পথে এগিয়ে চলেছে গেটাফে। ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তালিকার তৃতীয় স্থানে থাকা ক্লাবটি।
ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত গতকালের লীগ ম্যাচে অ্যাতলেটিকোর হয়ে একমাত্র জয়সুচক গোলটি করেছেন তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড এ্যাঞ্জেল কোরেয়া। এই নিয়ে নয় ম্যাচ থেকে পঞ্চম গোল আদায় করলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে রবার্তো সলদাদোর একটি আক্রমন অবশ্য দারুন ভাবে রুখে দিয়ে দলকে পুর্ন তিন পয়েন্ট পেতে সহায়তা করেছেন অ্যাতলেটিকোর গোল রক্ষক জ্যান ওবলাক।
দলের এই ফর্ম ফিরে পাওয়াকে সাদুবাদ জানিয়েছেন কোচ দিয়াগো সিমিওনে। কারণ চলতি মাসের শেষদিকে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর লড়াইয়ে চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে তার শিষ্যরা। সিমিওনে বলেন,‘ আমাদের জয়ের প্রয়োজন ছিল। স্টেডিয়ামে আমাদের সমর্থন ছিল দুর্দান্ত। এমন রশদের প্রয়োজন রয়েছে আমাদের।’
এদিকে চ্যাম্পিয়ন্স লীগের পথে আরো একধাপ এগিয়েছে গেটাফে। জর্জ মলিনার জোড়া গোলে তারা ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলের রোমঞ্চকর এক জয় তুলে নিয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল করে দলকে চালকের আসনে বসিয়ে দেন ৩৭ বছর বয়সি মলিনা। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে অ্যাটলেটিকোর হয়ে বাকী গোলটি করেছেন জাইম মাতা। এর আগে লাল কার্ড নিয়ে মাঠ ছেড়েছেন ভ্যালেন্সিয়ার আলেসান্দ্রো ভ্যালেন্সিয়া।
এই জয়ের ফলে অ্যাতলেটিকো ও সেভিয়াকে পেছনে রেখে তালিকার তৃতীয় অবস্থান ধরে রেখেছে গেটাফে।
বাসস/এএফপি/অনু/এমএইচসি/১৬৪০/স্বব