নড়াইলে সাংবাদিকতার নীতিমালা শীর্ষক কর্মশালা আগামীকাল

159

নড়াইল, ৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): জেলায় সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আগামীকাল সোমবার সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলর’র নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, প্রেস কাউন্সিলের সদস্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, প্রেস কাউন্সিলের সদস্য (যুগ্ন-সচিব) মো: শাহ আলম।
জেলা তথ্য কর্মকর্তা মো: ইব্রাহিম আল-মামুন জানান, কর্মশালা শেষে বেলা সাড়ে ৩টায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হবে।জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।এ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।কর্মশালার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।