বাসস ক্রীড়া-২ : বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ

112

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯
বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ
পচেফস্ট্রুম, ৯ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে নামে আকবর আলীর দল। পেসার হাসান মুরাদের পরিবর্তে ফাইনালের একাদশে জায়গা করে নিয়েছেন আরেক পেসার অভিষেক দাস। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হচ্ছে শিরোপা নির্ধারনী ম্যাচটি।
এবারের আসরে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে প্রথমবারের মত ফাইনালে উঠে বাংলাদেশ।
অপরদিকে, ৩ ম্যাচে সবগুলো জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে ভারত। শেষ চারে পাকিস্তানকে ১০ উইকেটে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে ভারত।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই প্রথম ফাইনালে উঠলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য ছিলো তৃতীয়স্থান। সেটি ২০১৬ সালে।
বাংলাদেশ একাদশ : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অভিষেক দাস, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব।
বাসস/এএমটি/১৪০৫/নীহা