বাসস বিদেশ-৩ : ২৭ জনের হত্যা নজীরবিহীন ঘটনা : থাই প্রধানমন্ত্রী

108

বাসস বিদেশ-৩
থাইল্যান্ড-অপরাধ
২৭ জনের হত্যা নজীরবিহীন ঘটনা : থাই প্রধানমন্ত্রী
নাখোনরা চহাসিমা (থাইল্যান্ড), ৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে ‘ব্যক্তিগত সমস্যার’ বশবর্তী হয়ে এক সেনার গুলিতে ২৭ জনকে হত্যার ঘটনা জাতিকে হতবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা। খবর এএফপি’র।
তিনি বলেন ‘থাইল্যান্ডে এটি একটি নজীরবিহীন ঘটনা, এবং আমি চাই এ ধরনের সংকটজনক ঘটনা যেন আর না ঘটে।’ তিনি এ সময় এক হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। শপিং মলে প্রায় ১৭ ঘন্টার এ মর্মান্তিক ঘটনার পর সেখান থেকে মৃতদেহগুলো ওই হাসপাতালে উদ্ধার করে আনা হয়।
এদিকে দেশটির অপরাধ দমন বিভাগের প্রধান জিরাভব ভুরিদেজ এএফপি’কে জানান, হত্যাকারি ওই সেনা রোববার সকালে গুলিতে নিহত হয়েছে।
তিনি বলেন, ‘৩০ মিনিট আগে’ (গ্রিনিচমান সময়০২০০টায়) সে নিহত হয়েছে।
বাসস/অনু- জেজেড/১৩৫৮/এমএসআই