বাসস দেশ-২০ : সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চারজন গ্রেফতার

218

বাসস দেশ-২০
সিটি-নির্বাচন- আটক
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চারজন গ্রেফতার
ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আরও চারজন হামলাকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।
আজ রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের আইনও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো: মিজানুর রহমান ভুঁইয়া বাসসকে জানান।
র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন আলাউদ্দিন (২২), মাসুদ মিয়া (১৯), রাসেল হাওলাদার (৩৪) ও জহিরুল ইসলাম ওরফে অপু মিয়া (২৪)। আটক অপু মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের সৎ ভগ্নিপতি বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডে সাংবাদিক সুমনের ওপর হামলা ঘটনায় থানায় একটি মামলা হয়।
বাসস/ সংবাদদাতা/এমএআর/১৮৫৫/জেহক