পিরোজপুরে আইন অমান্যকারীদের শাস্তি প্রদানে ৫৯৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

168

পিরোজপুর, ১০ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে শৃঙ্খলা রক্ষা করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে প্রায় ৬ শতটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে গঠিত এসব আদালত এ সময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অপরাধের ধরন অনুযায়ী অর্থদন্ড ও কারাদন্ডের আদেশ দিয়েছে। ২০১৭-২০১৮ অর্থ বছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত জেলার নদ-নদী, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে পরিচালিত আদালত ২২ লক্ষ ৭৫ হাজার ৪শত টাকা অর্থদন্ড আদায় করে এবং ২৮জনকে সর্বনি¤œ ৩দিন থেকে সর্বোচ্চ ২ বছর কারাদন্ড প্রদান করেন। অক্টোবর মাসে সর্বাধিক ১শত ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এছাড়া জুলাই মাসে ৩৫টি, আগষ্টে ৬৫টি , সেপ্টেম্বরে ৩৭টি, নভেম্বরে ৪৩টি, ডিসেম্বরে ৩৫টি, জানুয়ারিতে ৩৫টি, ফেব্রুয়ারিতে ৩৫টি, মার্চে ৫১টি, এপ্রিলে ৫২টি, মে-৫৬টি এবং জুনে ৪০টি আদালত পরিচালনা করা হয় বলে জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ের বিচার শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাশফিকা জানান। ৫শত ৯৫টি ভ্রাম্যমান আদালত বসিয়ে যেসব আ্ইন অমান্যকারীদের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ জাল ব্যবহার করা, ঝাটকা ও ডিম ভরা ইলিশ শিকার, মাদক, ইভটিজিং, খাদ্যে ভেজাল, প্রকাশ্যে ধূমপান, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, পরিবেশ আইন, বিএসটিআই আইন অমান্য।