জয়পুরহাটে এক বছরে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার

187

জয়পুরহাট, ৮ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): জেলায় ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ১১ হাজার ৮৮৭ বোতল, ৩৪ হাজার ১৭১ ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ৬৭১ পিস এ্যাম্পুলসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, সীমান্ত সংলগ্ন জেলা হওয়ার কারণে এখানে হাত বাড়ালেই বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায়। গত বছর মাদক বিরোধী অভিযানে উদ্ধার করা মাদক দ্রব্য গুলোর মধ্যে রয়েছে ফেন্সিডিল ১১ হাজার ৮৮৭ বোতল, ইয়াবা ট্যাবলেট ৩৪ হাজার ১৭১ পিস, এ্যাম্পুল ১০ হাজার ৬৭১ পিস, গাঁজা ৭৯ কেজি ৩১৯ গ্রাম, হেরোইন ৫৯ গ্রাম, বিদেশী মদ ৫৮ বোতল, বিদেশী মদ তরল ২১ লিটার ও দেশী মদ ২৬৬ লিটার। এ ছাড়াও উদ্ধার হওয়া অন্যান্য মালামাল গুলোর মধ্যে রয়েছে জিরা ২০ প্যাকেট, সাবান ৮ পিস, সেত পাথরের মূর্তি ১টি, শাড়ি ২৪০ পিস, কাশমেরী শাল ৭০ পিস, স্বর্ণের বার ৪ টি ও পেঁয়াজ ৯০ কেজি।
এক বছরে মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৩৯৮ জনকে আসামী করে ১ হাজার ৫৯১ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এরমধ্যে গ্রেফতার হওয়া আসামীর সংখা হচ্ছে ২ হাজার ১২৮ জন। মাদক বিরোধী অভিযান নিয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বলেন, অন্যান্য আইনশৃংখলা বাহিনীর মাদক বিরোধী তৎপরতার পাশাপাশি পুলিশ মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে।
পুলিশের নিয়মিত কার্যক্রমের সঙ্গে মাদককের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। মাদক ব্যবসা নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।