৯৯ রানের সময় নার্ভাস ছিলাম : জয়

233

পচেফস্ট্রুম, ৭ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : অবশেষে সেঞ্চুরির দেখা পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ডান-হাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে প্রথমবারের মত বাংলাদেশকে ফাইনালে তুলেন জয়। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই দ্বিপাক্ষিক সিরিজে ৯৯ রানে আউট হয়েছিলের তিনি। তবে এবার আর ভুল করেননি জয়। সেঞ্চুরি পূর্ণ করে নিজের ব্যক্তিগত বন্ধ্যাত্ব ঘোচানোর পাশাপাশি বাংলাদেশকে ফাইনালে তুলেন জয়। তবে যখন ৯৯ রানে ছিলেন, আবারো মনের মধ্যে ভয়-শংকা জেগেছিলো জয়ের।
ম্যাচ শেষে জয় বলেন, ‘সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে আমি ৯৯ রানে আউট হয়েছিলাম। কিন্তু সেই ভুল এই ম্যাচে করতে চাইনি। এক-দুই রান করে নিয়েছি। তবে ৯৯ রানের সময় একটু নার্ভাস ছিলাম। যখন সেঞ্চুরিটা হলো, তখন ভয় কেটে গেছে।’
তবে সেঞ্চুরি করেও কিছুটা আক্ষেপ রয়েছে জয়ের। কিন্তু কেন! সেটি নিজেই জানালেন জয়, ‘অবশ্যই আমি সন্তুষ্ট নই। কারণ দল চাচ্ছিলো আমি অপরাজিত থাকি। ম্যাচ শেষ করে আসতে পারলে আরও ভালো হতো। অপরাজিত থাকলে সন্তুষ্টি আসতো।’
সেমিফাইনালে ২১২ রানের লক্ষ্যে দলীয় ১০০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন তৌহিদ হৃদয়। তার পতনের পর দলের জয়ের পথ সহজ কনেস জয় ও পাঁচ নম্বরে নামা শাহাদাত হোসেন। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েন জয় ও শাহাদাত। এজন্য ১২৫ বল খেলেছেন এ জুটি। আর এই জুটিতে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন জয়।
শাহাদাতের সাথে জুটি গড়ার ব্যাপারে জয় বলেন, ‘আমরা ধাপে-ধাপে এগুনোর পরিকল্পনা করেছিলাম। যেমন ১০ রান, ১০ রান করে নিয়ে আগানোর চেষ্টা করছিলাম। আমাদের লক্ষ্য ছিলো, আমরা যদি জুটিটা বড় করতে পারি, তবে পরের ব্যাটসম্যানদের কষ্ট করতে হবে না।’
৪৩তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরির স্বাদ নেন জয়। ১২৬ বলে সেঞ্চুরি করেন। তবে সেঞ্চুরির পরের বলেই আউট হন তিনি। ১৩টি চারে ১২৭ বলে ১০০ রান করেন জয়।
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। শিরোপা নির্ধারনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ফাইনালে চাপ নিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি, ‘আমরা অন্য ৮-১০টা ম্যাচের মতোই খেলব। আমাদের প্রথম ফাইনাল, এটা ভেবে চাপ নেবনা। ভারত খুব ভালো দল। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।’
আগামী ৯ ফেব্রুয়ারির অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথম সেমিফাইনালে চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।