চীনে ভাইরাসে মারা গেলেন প্রথম সতর্ককারি চিকিৎসক

353

বেইজিং, ৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : চীনে করোনাভাইরাসের ব্যাপারে প্রথম সতর্ক করার চেষ্টার জন্য যে চিকিৎসককে সাজা পেতে হয়েছিল তিনিই ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন। এ পর্যন্ত এই ভাইরাসে ৬৩০ জনের বেশি লোকের মৃত্যু হওয়ায় ক্রমবর্ধমান সংকট ক্ষোভ ও দুঃখের সঞ্চার করছে।ওই চিকিৎসকের নাম লী ওয়েনলিয়াং।
বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৩১ হাজার লোক সনাক্ত হয়েছে। লী ও তার সহকর্মীরা গত ডিসেম্বরের শেষে প্রথম এ ভাইরাস সম্পর্কে অবহিত করেন।
চীনে এ রোগ ছড়িয়ে পড়ায় সরকার ১১ মিলিয়ন লোকের বসবাসকারী উহান নগরী যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। এদিকে চীনের বাইরে আরো ২৪ টি দেশে এই ভাইরাস আক্রান্ত ২৪০ জন সনাক্ত হওয়ায় সাড়া বিশ্বে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জাপানের একটি প্রমোদ তরীতে ৬১ জনের আক্রান্ত সনাক্ত হয়েছে।
৩৪ বছর বয়সী লি শুক্রবার মারা গেছেন। উহানের কেন্দ্রিয় হাসপাতাল জানিয়েছে, চীনের উইবো প্লাটফর্মের এই ‘হিরো’ হিসেবে প্রশংসিত চিকিৎসককে নিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের এবং সরকারের ব্যর্থতায় ক্ষোভের সঞ্চার করেছে।