বাসস ক্রীড়া-৫ : ৩ উইকেটে ৯৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

144

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বাংলাদেশ-রাওয়ালপিন্ডি টেস্ট
৩ উইকেটে ৯৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ
রাওয়ালপিন্ডি, ৭ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং-এ সফরকারী বাংলাদেশ। ৩৩ ওভারে ৩ উইকেটে ৯৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে ইনিংস শুরু করেন তামিম ইকবাল ও অভিষেক ম্যাচ খেলতে নামা সাইফ হাসান। তামিম ৩ ও সাইফ শুন্য রানে ফিরেন।
দলীয় ৩ রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোমিনুল হক। ৫টি চারে ৫৯ বলে ৩০ রান করে আউট হন মোমিনুল। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও শান্ত অপরাজিত থেকে মধ্যাহ্ন-বিরতিতে যান।
শান্ত ৬টি চারে ১০৪ বলে অপরাজিত ৪৪ রান ও মাহমুদুল্লাহ ৩টি চারে ২৯ বলে ১৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ২টি ও মোহাম্মদ আব্বাস ১টি উইকেট নেন।
বাসস/এএমটি/১৭১৫/স্বব