বাসস ক্রীড়া-৪ : অভিষেকে শুন্য রানে ফিরলেন সাইফ

135

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-রাওয়ালপিন্ডি টেস্ট-সাইফ
অভিষেকে শুন্য রানে ফিরলেন সাইফ
রাওয়ালপিন্ডি, ৭ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হয়েছে বাংলাদেশের ওপেনার সাইফ হাসানের। বাংলাদেশের ৯৬তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো তার।
তবে অভিষেকটা মোটেও সুখকর হলো ২১ বছর বয়সী সাইফের। ওপেনার হিসেবে তামিম ইকবালের সাথে ইনিংস শুরু করেন তিনি। ২ বল খেলে শুন্য রানে আউট হন এই ডান-হাতি ব্যাটসম্যান। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির বলে দ্বিতীয় স্লিপে আসাদ শফিককে ক্যাচ দিয়ে দলীয় ৩ রানে প্যাভিলিয়নে ফিরেন সাইফ।
প্রথম শ্রেনির ক্রিকেটে এ পর্যন্ত ৩৮ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৩৩৬ রান করেছেন সাইফ। সর্বোচ্চ ব্যক্তিগত অপরাজিত ২২০। ব্যাটিং গড়- ৪৫ দশমিক ৮০। মাঝে-মাঝে বল হাতে অফ-স্পিনও করেন সাইফ। ঝুলিতে ৭ উইকেট রয়েছে তার।
গেল সপ্তাহে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নেমেছিলেন সাইফ। ইস্ট জোনের বিপক্ষে দুই ইনিংসে ৫৮ ও ৩৩ রান করেন তিনি।
বাসস/এএমটি/১৭১০/স্বব