রাদওয়ান মুজিবের সঙ্গে এক টাকায় আহার টিমের সাক্ষাৎ

410

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : বাংলাদেশের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের আশার বাতিঘর এক টাকায় আহার গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছে।
অলাভজনক এই সংস্থা বিভিন্ন রেস্তোরাঁ এবং প্রতিষ্ঠানের উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণ করে আসছে। এক টাকায় আহার গ্রুপের সদস্যরা ধানমন্ডিতে সিআরআই অফিসে রাদওয়ান মুজিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই অভিজ্ঞতা তুলে ধরেন।
যুব উন্নয়নের বলিষ্ঠ কন্ঠস্বর রাদওয়ান মুজিব এই সদস্যদের অভিজ্ঞতার কথা মনযোগ দিয়ে শোনেন।
সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসময় উপস্থিত ছিলেন।
এক টাকায় খাবার ২০০৬ সাল থেকে উদ্বৃত্ত খাবার সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বিতরণ করে আসছে।
বিপুল পরিমাণ উদ্বৃত্ত খাবার প্রতিদিন নষ্ট হওয়ার বদলে তা অভুক্তদের মাঝে বিতরণে অনুপ্রাণিত হয়ে এক টাকায় আহার কার্যক্রম শুরু করা হয়।