পার্বত্য চট্টগ্রামের জনগণের জীবনমানেরও উন্নতি হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

310

খাগড়াছড়ি, ৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমানেরও উন্নতি হয়েছে। সমতলের মতো পাহাড়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে ।
তিনি বলেন, উন্নয়নের প্রশ্নে পাহাড় আর সমতলে কোনো বিভাজন নেই।
আজ খাগড়াছড়ি সদরে বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের আওতায় ৩৩ সুবিধাবঞ্চিত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।
মূলত এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী, গৃহহীন, ভূমিহীন ও হতদরিদ্ররা আবাসন সুবিধা পাচ্ছে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে খাগড়াছড়ি পৌরসভা।
শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ২টি রাস্তা ও খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের সীমানা প্রাচীর উন্নয়ন প্রকল্প-সহ আরো বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।