বাসস সংসদ-৫ : উন্নয়ন সযোগী ও সংস্থার সাথে ২৬২১ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে : মুস্তফা কামাল

109

বাসস সংসদ-৫
অর্থমন্ত্রী- উন্নয়ন সহযোগী
উন্নয়ন সযোগী ও সংস্থার সাথে ২৬২১ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে : মুস্তফা কামাল
ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৈদেশিক অর্থায়নে ২০১৯-২০২০ অর্থবছরে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ১৪টি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে ২ হাজার ৬২১ কোটি ৫৯ লাখ টাকার ৩৪টি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের খন্দকার মমতা হেনা লাভলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এর মধ্যে ২হাজর ৪৫৩ কোটি ৩৫ লাখ টাকার ঋণচুক্তি এবং ১৬৮ কোটি ২৪ লাখ টাকার ২০টি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সংসদে অর্থমন্ত্রী জানান, এডিবি, আইডিএ, ডিএএনআইডিএ, আইওএম, এফএও, ইউএনডিপি, ইউএনইপি, আইএফএডি, ডেনমার্ক, এএফডি, ইইউ, কেএফডব্লিউ, চীন ও এআইআইবিবির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে।
বাসস/এমআর/১৯১৭/-অমি