অধ্যক্ষ এনামুল কবিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

174

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের বড় বোনের স্বামী গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক এক শোক বিবৃতিতে তিনি মরহুম এনামুল কবিরের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এনামুল কবির (৮৬) বুধবার চিকিৎসাধীন অবস্থায় ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে মরহুমের ১ম নামাজে জানাজা এবং আগামী রোববার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু বিশ^বিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ২য় নামাজে জানাজা এবং বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া হাইস্কুল প্রাঙ্গণে বাদ জোহর ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।