বাসস দেশ-২ : বিএনপির মুখে ন্যায় নীতির কথা জনগণ প্রত্যাশা করে না : মাহবুব-উল আলম হানিফ

143

বাসস দেশ-২
বিএনপি-নীতি কথা
বিএনপির মুখে ন্যায় নীতির কথা জনগণ প্রত্যাশা করে না : মাহবুব-উল আলম হানিফ
কুষ্টিয়া, ৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির একটি জনধিকৃত দল, এদের সৃষ্টিই অবৈধ পন্থায়। এই দলের নেতা-কর্মীদের মুখে ন্যায় নীতির কথা জনগণ প্রত্যাশা করে না।
আজ সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিটি কর্পোরেশনের নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, “বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, ততদিনই তারা অনৈতিক কর্মকান্ড চালিয়েছে। ২০১৪ সালের নির্বাচন বয়কট করার নামে সারাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে।”
তিনি বলেন, বিএনপির মতো জনধিকৃত দল যখন নির্বাচন বা নৈতিকতার কথা বলে তখন জনগণের কাছে তা হাস্যরসাত্মক ছাড়া আর কিছুই মনে হয় না।
বিএনপিসহ কিছু রাজনৈতিক দল মুজিব বর্ষ পালন করছে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মুজিব বর্ষ নিয়ে যারা বিতর্কিত কথা বলে বা এড়িয়ে চলার চেষ্টা করছে এদেরকে জাতি চেনে। যারা এই মুজিব বর্ষের বিরুদ্ধে কথা বলে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতায় বিশ্বাস করে না।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৩২০/-এমএবি