বাসস দেশ-৩৫ : ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

222

বাসস দেশ-৩৫
আগুন-নিয়ন্ত্রণ
ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২০(বাসস) : রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো: কামরুল হাসান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আজ বুধবার রাত ৮টা ১৮ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণরুপে নির্বাপন করে।
কামরুল হাসান বলেন, রাজধানীর ধানমন্ডিস্থ ২নম্বর সড়কে পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের ১০তলা ভবনের দ্বিতীয় তলায় এমআরআই মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, অগ্নিকান্ডের পর পুরো ডায়াগনস্টিক সেন্টার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সেখানে রোগী ও চিকিৎসকরা আতংকিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। অনেকে ভবনের নিচে নেমে আসতে সক্ষম হয়, আবার অনেকে ওই ১০তলা ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ছাদে আটকাপড়া ১২জনকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে বলে জানান কামরুল হাসান ।
বাসস/নিজস্ব/এমএমবি/০০১০/-এবিএইচ