বাসস ক্রীড়া-১৪ : জন্মদিনে স্টেডিয়াম থেকে হাসপাতালে লেহম্যান

231

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-লেহম্যান
জন্মদিনে স্টেডিয়াম থেকে হাসপাতালে লেহম্যান
সিডনি, ৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : নিজের জন্ম দিনে স্টেডিয়াম থেকে হাসপাতালে যেতে হলো অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও কোচ ড্যারেন লেহম্যানকে। সাবেক এই ক্রিকেট তারকার ৫০তম জন্মদিন আজ। আর আজই বুকে ব্যাথা অনুভব করে হাসপাতালে ভর্তি হলেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পর জানা গেল, তার বাইপাস সার্জারির প্রয়োজন।
ব্রিসবেনের গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন লেহম্যান। ক্রিকেট অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়ে খেলছিলেন তার ছেলে জেক লেহম্যান। সেখানেই বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন লেহম্যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে।
খুব শীঘ্রই ব্রিসবেনে বাইপাস সার্জারি করানো হবে লেহম্যানের। হাসপাতালে থাকা অবস্থায় একটি বিবৃতিও দিয়েছেন লেহম্যান। তিনি বলেন, ‘সকলের সহমর্মিতার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এখানে সেরা চিকিৎসা পাচ্ছি এবং খুব শীঘ্রই ফিরে আসার আশা করছি আমি।’
দেশের হয়ে ১১৭টি ওয়ানডে খেলেছেন লেহম্যান। অস্ট্রেলিয়ার দু’টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন লেহম্যান।
২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারী করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুন খেলোয়াড় ক্যামেরন বেনক্রফট। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া বিভিন্ন মেয়াদে তাদের নিষিদ্ধও করে। আর ঐ টেস্ট সিরিজ শেষে কোচের দায়িত্ব থেকে নিজেই অব্যাহতি নিয়েছিলেন লেহম্যান।
সম্প্রতি বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের কোচ ছিলেন লেহম্যান। তবে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় লেহম্যানের দল।
বাসস/এএমটি/১৯২০/-স্বব