বাসস ক্রীড়া-১৩ : বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুশফিক-ইমরুল

149

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-মুশফিক-ইমরুল
বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুশফিক-ইমরুল
ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলবেন দেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও ওপেনার ইমরুল কায়েস। মুশফিক নর্থ জোনে ও ইমরুল ইস্ট জোনের হয়ে খেলবেন। ইনজুরির কারনে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিক-ইমরুল।
মুশফিক হামস্ট্রিং ও ইমরুল কাফ ইনজুরিতে ভুগছিলেন। ইনজুরি থেকে সুস্থ হবার পর গতকাল ফিটনেস পরীক্ষা দেন তারা। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণও হন মুশফিক-ইমরুল। খেলার জন্য দু’জনকেই ফিট বলে জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিজিও দেবাশিষ রয়।
রয় বলেছিলেন, ‘মুশফিক হামস্ট্রিং ও ইমরুল কাফ ইনজুরিতে ভুগছিলেন। তাদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছিলো। মুশফিকের ছিলো গ্রেড ওয়ান ইনজুরি। আমরা আশা করেছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন তিনি। আর ইমরুলকে নিয়ে ধারণা ছিলো, আরও এক সপ্তাহ লাগতে পারে। আজ (মঙ্গলবার) দু’জনই আমাদের ফিজি ও ট্রেনারের কাছে ফিটনেস পরীক্ষায় পাস করেন। তাই দু’জনই এখন খেলার জন্য ফিট।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড।
বাসস/এএমটি/১৮৪৫/-স্বব