বাসস দেশ-১৬ : রাজধানীতে বন্দুকযুদ্ধে কানা শহীদ নিহত

108

বাসস দেশ-১৬
বন্দুকযুদ্ধ-নিহত
রাজধানীতে বন্দুকযুদ্ধে কানা শহীদ নিহত
ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩০ মামলার পলাতক আসামি ডাকাত শহীদ ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছে।
আজ বুধবার ভোর রাতে রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কানা শহীদের নামে ৩০টি মামলা রয়েছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে দু’টি পিস্তল, দু’টি ওয়ান শুটার গান, ২১টি কারতুজ ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
এছাড়া এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। আহত র‌্যাব সদস্য সিপাহী মো: ইব্রাহীমকে (৩০) টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বাসসকে জানান, ভোর রাতে রাজধানী তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযানে চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়কালে কানা শহীদ নিহত হন। ডাকাত দলের বাকি সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৫২/শআ