বাজিস-৮ : নড়াইলে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

92

বাজিস-৮
নড়াইল-নিরাপদ অভিবাসন
নড়াইলে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
নড়াইল, ৫ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জেলায় নিরাপদ ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার জনসচেতনতামূলক প্রচার, সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মো. শাহীন আহম্মেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা রতন কুমার হালদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমানসহ সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
সেমিনারে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়া বিদেশে গিয়ে কেউ যেন প্রতারিত না হয় সেজন্য সবাইকে সচেতনভাবে কাজ করার অনুরোধ জানানো হয়।
বাসস/সংবাদদাতা/১৭১৫/এমকে