বাজিস-৭ : ঝালকাঠিতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত

104

বাজিস-৭
ঝালকাঠি-গ্রন্থাগার দিবস
ঝালকাঠিতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত
ঝালকাঠি, ৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলায় আজ ‘পড়ব বই, গড়ব দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, বইপড়া ও বিতর্ক প্রতিযোগিতা, পাঠাগার প্রতিষ্ঠাতাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সরকারি গণগ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সরকারি গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মো. মাসুম বিল্লাহ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েতউদ্দিন হিমু প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/১৭১২/এমকে