দ্বিতীয় দফার সফরে নিরাপদে পাকিস্তান পৌঁছালো বাংলাদেশ

188

ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : দ্বিতীয় দফার সফরে নিরাপদেই পাকিস্তান পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে টাইগাররা। আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্টটি। আগামী এপ্রিলে তৃতীয় দফার সফরে দ্বিতীয় ও শেষ টেস্টের সাথে একটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ। প্রথম দফার সফরে গেল মাসে পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিলো বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা।
দুই ভাগে বিভক্ত হয়ে গতকাল সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। কাতারে যাত্রা বিরতির পর আজ সকালে (পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা) পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ। সেখান থেকে কড়া নিরাপত্তায় গাড়িতে ৪৫ মিনিটের বাস যাত্রায় টেস্ট ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁঁছায় টাইগাররা।
এদিকে, দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের পাকিস্তান পৌঁছার তথ্যটি নিজেদের অফিশিয়াল টুইটারে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ দলকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিসিবি লিখেছে, ‘ইসলামবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট।’