বাসস ক্রীড়া-৫ : ম্যাচ পাতানোর দায়ে চারজন খেলোয়াড়কে বহিষ্কার করেছে ফিফা

96

বাসস ক্রীড়া-৫
ফুটবল-বহিষ্কার
ম্যাচ পাতানোর দায়ে চারজন খেলোয়াড়কে বহিষ্কার করেছে ফিফা
লসানে, ৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : কেনিয়ার শীর্ষ লিগে ম্যাচ পাতানোর দায়ে চারজন খেলোয়াড়কে বহিষ্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। এর মধ্যে একজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে বলে ফিফা নিশ্চিত করেছে।
এক বিবৃবিতে ফিফা জানিয়েছে, ‘এই চারজনের মধ্যে একজন উগান্ডার ও তিনজন কেনিয়ার খেলোয়াড়। পুরো বিষয়টিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করার জন্য উগান্ডার খেলোয়াড় জর্জ মান্ডেলাকে ফুটবল সম্পর্কিত সব ধরনের কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।’
এছাড়া চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কেনিয়ান তিন খেলোয়াড় মোসেস চিকাচি, ফেস্তুস ওকিরিং ও ফেস্তো ওমুকোটো।
২০১৯ সালে কেনিয়ান প্রিমিয়ার লিগে বিভিন্ন ম্যাচে তদন্ত করে ফিফা ইন্টিগ্রেটি ডিপার্টমেন্ট ম্যাচ পাতানোর বিষয়ে সুনির্দিষ্ঠ তথ্য প্রমান পেয়েছে। তারই ভিত্তিতে এই শাস্তি প্রদান করা হয়েছে।
বাসস/নীহা/অনু-১৫৫০/স্বব