বাসস সংসদ-৬ : বিটিভি ওয়াল্ডের্র অনুষ্ঠান ইন্টারনেটে সারাবিশ্বে দেখা যাচ্ছে : তথ্যমন্ত্রী

223

বাসস সংসদ-৬
বিটিভি- অনুষ্ঠান
বিটিভি ওয়াল্ডের্র অনুষ্ঠান ইন্টারনেটে সারাবিশ্বে দেখা যাচ্ছে : তথ্যমন্ত্রী
সংসদ ভবন, ৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিটিভি ওয়াল্ডের্র অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে দেখা যায়। জাগো বিডি ডট.কমের মাধ্যমে সারাবিশ্বে ওয়েব টিভি সম্প্রচার হচ্ছে।
স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরো জানান,
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারের কাভারেজ এরিয়া সমূহ হলো বাংলাদেশ, ভারত, শ্রীলংকা,পাকিস্তান, ভুটান, নেপাল,মিয়ানমার,আফগানিস্তান,কিরগিজস্তান,তাজাকিস্তান,তুর্কিমিনিস্তান,উজবেকিস্তান, কাজাকিস্তান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।
বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের ডিরেক্ট টগ হোম (ডিটিএইচ) এর সেবার আওতায় অন্তর্ভূক্ত করে ভারতের দুরদর্শন (ডিটিএইচ) প্লাট ফরমের ফ্রি ডিসের মাধ্যমে সমগ্র ভারতে বিটিভি ওয়াল্ডের্র অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
বাসস/এমএআর/অমি