বাসস দেশ-১৯ : টেকনাফে ‘বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

122

বাসস দেশ-১৯
বন্দুকযুদ্ধ-নিহত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত
কক্সবাজার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জেলার টেকনাফ উপজেলায় র‌্যাবের সাঙ্গে বন্দুকযুদ্ধে ইলিয়াছ ওরফে ডাকাত ইলিয়াছ (৪০) নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ট্রি কোয়ার্টার, একটি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে টেকনাফের হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ টেকনাফ হ্নীলা নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে বসবাসকারী মো. শফির ছেলে। সে রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য।
র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ কোম্পানী কমান্ডার মির্জা শাহেদ মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই সময় র‌্যাব-১৫ এর একটি দল অভিযানে গেলে ৬ থেকে ৭ জনের অস্ত্রধারী ডাকাত দলের সাথে র‌্যাবের গুলি বিনিময় হয়। এতে র‌্যাবের ৩ সদস্য আহত হন। গুলি বিনিময়ের এক পর্যায়ে ডাকাতরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় ডাকাত দলের আস্তানা রয়েছে। এসব অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের নির্মূলে র‌্যাবের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ, বিজিবি ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১০ জন মাদক ব্যবসায়ি নিহত হয়েছে। এর মধ্যে ৭ জন রোহিঙ্গা।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯০০/শআ