বাসস ক্রীড়া-১০ : এই প্রথম ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিকে ছাড়া বিশ্বকাপের সেমিফাইনাল

333

বাসস ক্রীড়া-১০
ফুটবল-সেমিফাইনাল
এই প্রথম ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিকে ছাড়া বিশ্বকাপের সেমিফাইনাল
সেন্ট পিটার্সবার্গ, ৯ জুলাই ২০১৮ (বাসস) : আগামীকাল থেকে শুরু হচ্ছে ২১তম বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল। কাল প্রথম সেমিফাইনালে সেন্ট পিটার্সবার্গে লড়বে ফ্রান্স ও বেলজিয়াম। আগামী পরশু দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা চার দল হলো- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। তাই এবারই প্রথম ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিকে ছাড়া অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সেমিফাইনাল।
রাশিয়ায় এবারের বিশ্বকাপটি ২১তম আসর। এর আগে ২০টি আসর অনুষ্ঠিত হয়। প্রত্যক আসরেই ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির কোন না কোন দল সেমিফাইনালে ছিলো। এবারই ব্যতিক্রম ঘটলো। ২১তম বিশ্বকাপের আসরের সেমিফাইনালে নেই তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানি। এবারের বিশ্বকাপ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এ তিন দল ছাড়াই।
বিশ্বকাপের শীর্ষ চারে সর্বোচ্চ তের বার খেলার সুযোগ পায় জার্মানি। দ্বিতীয় সর্বোচ্চ এগারবার অংশ নেয় ব্রাজিল। জার্মানি-ব্রাজিলের চেয়ে বেশিবার বিশ্বকাপের সেমিতে খেলতে পারেনি আর্জেন্টিনা। মাত্র পাঁচবার বিশ্বকাপের শীর্ষ চারে খেলতে পারে আর্জেন্টিনা।
বাসস/এএমটি/১৮২৫/-স্বব