বাসস বিদেশ-৬ : কেনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৩ শিশু নিহত

115

বাসস বিদেশ-৬
কেনিয়া-দুর্ঘটনা-স্কুল
কেনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৩ শিশু নিহত
নাইরোবি, ৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): কেনিয়ায় সোমবার একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৩ শিশু নিহত ও আরো অনেক শিশু আহত হয়েছে।
তদন্ত কর্মকর্তারা মর্মান্তিক এ ঘটনার কারণ জানার চেষ্টা করছে। স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএএফপি’র।
কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহরে ওই বিদ্যালয়ে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পদদলিতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এ ঘটনার পর পুলিশ বিদ্যালয়টি ঘিরে রেখেছে এবং এ ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ঘটনার বর্ণনা নেয়া নেয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা বিভিন্ন ছবিতে বাবা-মাকে এ শহরের একটি হাসপাতালের জরুরি ওয়ার্ডের সামনে একত্রিত হয়ে তাদের সন্তানের খবর শোনার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
ঘটনাস্থলে কাকামেগার পুলিশ প্রধান ডেভিড কাবেনা সাংবাদিকদের বলেন, ‘পদদলিতের ঘটনায় আমরা ১৩ শিশুকে হারিয়েছি। এ ঘটনায় আহত আরো অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ জানতে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।’
এক মা এ ঘটনার জন্যে শিক্ষকদের দায়ী করেছেন।
বাসস/এমএজেড/১৫৪০/জুনা