বাসস বিদেশ-১ : স্নায়ুবিক ও ফুসফুসের সমস্যায় পেরুর ফুজিমোরিকে হাসপাতালে ভর্তি

241

বাসস বিদেশ-১
পেরু-রাজনীতি
স্নায়ুবিক ও ফুসফুসের সমস্যায় পেরুর ফুজিমোরিকে হাসপাতালে ভর্তি
লিমা, ৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): পেরুর সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে সোমবার লিমায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্নায়ুবিক ও ফুসফুসের সমস্যায় ভোগার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। তার পারিবারিক চিকিৎসক একথা জানান। খবর এএফপি’র।
৮১ বছর বয়সী ফুজিমোরি ১৯৯১ ও ১৯৯২ সালে ডেথ স্কয়াডে দু’দফা গণহত্যার নির্দেশ দেয়ায় ২৫ বছরের সাজা ভোগ করছেন।
পেরুভিয়ান-জাপানিজ সেন্টনিয়াল ক্লিনিকে ফুজিমোরিকে দেখার পর তার চিকিৎসক আলেজান্দ্রো আগুইনাগা বলেন, ‘সাবেক এ প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
আগুইনাগা জানান, তিনি ফুজিমোরিকে পর্যবেক্ষণে রাখা ওই ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।
আগুইনাগা বলেন, পেরুর সাবেক এ নেতার ফুসফুস যথাযথভাবে কাজ না করলেও এটি নিয়ন্ত্রণে রয়েছে।
কারাগারের চিকিৎসকরা রোববার রাতে বুঝতে পারেন যে ফুজিমোরি নি:শ্বাস ভাল মতো নিতে পারছেন না। ফলে তারা তাকে অক্সিজেন দেন এবং দ্রুত তারা ফুজিমোরিকে ওই ক্লিনিকে পাঠানোর সিদ্ধান্ত নেন।
এরআগে ফুজিমোরির পারিবারিক ঘনিষ্ঠ সূত্র এএফপি’কে জানায়, নিউরোজিক্যাল বিভিন্ন সমস্য, মুখমন্ডল অবশ ও ব্লাড পেসার বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বাসস/এমএজেড/১১১৩/এমএবি