বাসস দেশ-১৭ : বানান ভুল : বিআরইউ’র প্রকৌশলী ও কম্পিউটার অপারেটর বরখাস্ত

191

বাসস দেশ-১৭
বিআরইউ-বরখাস্ত
বানান ভুল : বিআরইউ’র প্রকৌশলী ও কম্পিউটার অপারেটর বরখাস্ত
ঢাকা, ৯ জুলাই, ২০১৮ (বাসস) : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বিআরইউ) প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শরীফ হোসাইন পাটোয়ারী এবং কম্পিউটার অপারেটর মো. রাকিবুল ইসলাম শ্যামলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
বিআরইউ’র প্রকৌশল শাখা থেকে ইস্যুকৃত এক অফিস আদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ মুখতার ইলাহী হলের নাম লিখতে গিয়ে বানান ভুল করায় তাদের বরখাস্ত করা হয়।
এ বিষয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলামকে আহবায়ক করে তিন-সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেনÑ সহকারী প্রক্টর মো. আতিউর রহমান এবং মো. ছদরুল ইসলাম সরকার। আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল রোববার সকালে স্পর্শকাতর এই নামগুলোর বানান ভুলের বিষয়টি প্রশাসনের নজরে আসলে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল।
বাসস/সবি/জেডআরএম/১৮০৫/-জেজেড