বাজিস-১২ : বগুড়ায় ট্রেনে কাটাপড়ে মা-ছেলের মৃত্যু

223

বাজিস-১২
বগুড়া- ট্রেন দুর্ঘটনা
বগুড়ায় ট্রেনে কাটাপড়ে মা-ছেলের মৃত্যু
বগুড়া, ৩ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলার কাহালু রেলষ্টেশনে আজ দুপুরে ট্রেনে কাটাপড়ে মা ফেলানী বেগম (৫৫) ও তার বুদ্ধিপ্রতিবন্ধি ছেলে রাজ বাবু (২৫) দু’জনেই মারা গেছেন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাদাম বিক্রেতা ফেলানী বেগম ও রাজবাবু কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজউদ্দিনের স্ত্রী ও পুত্র।
কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ জানান, ফেলানী বেগম তার প্রতিবন্ধি ছেলেকে নিয়ে প্রতিদিন কাহালু ষ্টেশনে বাদাম ও ফল বিক্রি করতেন। সোমবার বেলা দেড়টার দিকে ঢাকা থেকে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি কাহালু ষ্টেশেনে পৌঁছানোর সময় প্রতিবন্ধি যুবক রাজবাবু ষ্টেশনে রেললাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় তার মা ফেলানী বেগম ছেলেকে বাঁচাবার জন্য ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে মা ও ছেলে দুইজনই ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, পরে বেলা সাড়ে ৩ টার দিকে ফায়ারসার্ভিস ও জিআরপি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজুল ইসলাম ট্রেনে কাটাপড়ে মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/২১০৬/এমকে