বাজিস-১০ : গোপালগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠ দখলদারকে জরিমানা

123

বাজিস-১০
গোপালগঞ্জ- অভিযান
গোপালগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠ দখলদারকে জরিমানা
গোপালগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় দুইটি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে পুকুর খননের অপরাধে দখলদার মামুন খোন্দকারকে আজ একলাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিনমাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকালে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন-এর ভ্রাম্যামান আদালত এ রায় দেয়।
ভ্রাম্যামান আদালতের বিচারক জানান, বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০- এর ৪ ধারায় এ সাজা প্রদান করা হয়েছে।
জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের চরবয়রা- ঘোনাপাড়া উচ্চবিদ্যালয় ও সিবি ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ওই গ্রামের রেজাউল হক খোন্দকারের ছেলে মামুন খন্দকার গত ৩০ জানুয়ারি রাতের অন্ধকারে অবৈধ এস্কেবেটর দিয়ে পুকুর খনন করে।এ ঘটনার খবর পেয়ে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জমি পরিমাপ করে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে পুকুর খনন করার সত্যতা পেয়ে মামুনকে সাজা প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৪২ সালে সিবি ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৫৬ সালে ঘোনাপাড়া গ্রামের চর বয়রা-ঘোনাপাড়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠত হয়।
বাসস/সংবাদদাতা/১৯২৬/এমকে