ঢাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

391

ঢাকা, ৩ ফেব্রুয়ারী, ২০২০ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে আজ তার কার্যালয়ে মালয়েশিয়া ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র অধ্যাপক ড. আবু বকর সোলাইমানের নেতৃত্বে ৬-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সাক্ষাত করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক এবং সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়া ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উভয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরীর ওপর তারা গুরুত্বারোপ করেন।
এসব কর্মসূচি চালুর লক্ষ্যে দু’বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা মতবিনিময় করেন।