অধিকাংশ কানাডিয়ান হ্যারি ও মেগানের নিরাপত্তাব্যয় গ্রহণে অসম্মত

230

মন্ট্রিল, ৩ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : কানাডার অধিকাংশ নাগরিক মনে করছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের নিরাপত্তার ব্যয় বহনের প্রয়োজন তাদের দেশের নেই। এ দম্পতি বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ায় বাস করছে।
সিটিভি’র জন্যে ন্যানোস রিসার্চের করা জরিপ থেকে জানা গেছে, শতকরা ৭৭ভাগ কানাডিয়ান মনে করছে তাদের দেয়া কর ডিউক ও ডাচেস অব সাসেক্সের পেছনে ব্যয় করার দরকার নেই। কারণ তারা রানির প্রতিনিধি নন। উল্লেখ্য, কানাডায় সংসদীয় রাজতন্ত্র বিদ্যমান। ফলে রাণী দ্বিতীয় এলিজাবেথ দেশটির রাষ্ট্রীয় প্রধান।
এদিকে মাত্র ১৯ শতাংশ লোক তাদের নিরাপত্তার ব্যয়ভার বহনে অংশ নেয়ায় আপত্তি জানায়নি।
আনুষ্ঠানিকভাবে রাজ পরিবার ত্যাগ করা প্রিন্স হ্যারি ও মেগানের নিরাপত্তার ব্যয়ভার বহন করার বিষয় নিয়ে কানাডিয়ান সরকার এখনও তাদের কোন সিদ্ধান্ত জানায়নি। তবে এ নিয়ে আলোচনা করার বিষয়ে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।