দেশে চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার মে. টন বেশী মাছ উৎপাদিত হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

245

সংসদ ভবন, ৩ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছে, সরকারের সময়োপযোগি পদক্ষেপের ফলে দেশে চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার মেট্রিক টন বেশী মৎস্য উৎপাদন হয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাথাপিছু মাছের চাহিদা ৬০ গ্রাম এবং এ চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম। এ হিসাবে দেশে ২০১৭-১৮ অর্থবছরে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। এ সময়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর ফলে বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ।
তিনি জানান, মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও দেশের উচ্চবিত্ত মানুষের জন্য বিভিন্ন দেশ থেকে মাছ আমদানি করা হয়। আমদানি করা দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, মিয়ানমার, উরুগুয়ে, থাইল্যান্ড,চীন, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাত।
তিনি সরকারি দলের হাবিবুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে বলেন, মৎস্যজীবীদের কল্যাণে ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে অর্থ বরাদ্দসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।
প্রতিমন্ত্রী সরকারি দলের নাজমা আকতারের এক প্রশ্নের জবাবে বলেন, দেশের ১৪৭টি সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারে ২০১৮ সালে ১২ হাজার ৫৯ কেজি রেণু এবং ৩ কোটি ৫৭ লাখ ১৩ হাজার মাছের পোনা উৎপাদিত হয়েছে। এছাড়া একই সময় গলদা চিংড়ির ২৭টি সরকারি এবং বেসরকারি ৪৯টি বাগদা চিংড়ি হ্যাচারিসহ মোট ৭৬টি হ্যাচারি থেকে ১ হাজার ৪১৭ কোট ২৫ লাখ পোস্ট লার্ভা উৎপাদিত হয়েছে।
তিনি আরো জানান এছাড়া দেশের আরো ৮২৪টি বেসরকারি মৎস্য হ্যাচারি থেকে ২০১৮ সালে ৬ লাখ ৭৪ হাজার ৬৯৫ কেজি রেণু এবং ২৬ হাজার ৯৪৯ লাখ তেলাপিয়া জুভেনাইল উৎপাদিত হয়েছে।