ভারতে দ্বিতীয় করোনাভাইরাস আক্রান্তের সন্ধান

176

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে আরো এক রোগীর শরীরে করোনাভাইরাসের জীবাণু সনাক্ত করা হয়েছে। কেরালায় এনিয়ে দুই জন করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেলো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ সকালে একাথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ওই রোগীর শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। তাকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। এই রোগী চীন সফর করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রোগীর অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতে প্রথম করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া যায় বৃহস্পতিবার। তাও কেরালা রাজ্য থেকেই। আক্রান্ত একজন ছাত্রী। তিনি চীনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।