বাসস সংসদ-৬ : ২০০৯ সাল থেকে পুলিশের ৮২ হাজার ১৮৭টি পদ সৃজন করা হয়েছে : আসাদুজ্জামান খান

231

বাসস সংসদ-৬
স্বরাষ্ট্রমন্ত্রী- পুলিশ -পদ
২০০৯ সাল থেকে পুলিশের ৮২ হাজার ১৮৭টি পদ সৃজন করা হয়েছে : আসাদুজ্জামান খান
সংসদ ভবন, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের আইন শৃংখলা স্থিতিশীল রখতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে জনবল বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৮২ হাজার ১৮৭টি পদ সৃজন করা হয়েছে। এরমধ্যে ১৮টি ইউনিট, ৬০ থানা, ২১৪টি তদন্ত কেন্দ্র ও একটি ফাঁড়ি স্থাপন করা হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য জানান।
আসাদুজ্জামান খান আরো বলেন, পুলিশের প্রয়োজনীয়তা বিবেচনা করে আরো নতুন পদ সৃজনের কার্যক্রম চলমান রয়েছে।
সরকারি দলের সদস্য মোহাম্মদ এবাদুল করিমের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, সরকার দেশের জনগণের যানমাল রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণকে সচেতন করার লক্ষ্যে ওঠান বৈঠক করাসহ সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন,এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশের বিভিন্ন ইউনিট ও থানাকে ১ হাজার ৩৬০টি পিকআপ বরাদ্দ প্রদান করা হয়েছে।
বাসস/এমএআর/২০৩২/-অমি