বাসস দেশ-২৬ : উন্নয়ন ফোরামে ৪২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি

115

বাসস দেশ-২৬
কামাল-প্রেস ব্রিফিং
উন্নয়ন ফোরামে ৪২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : এবারের বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) সম্মেলনে সোয়া ৪ বিলিয়ন বা ৪২৫ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি ডলার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋণ হিসেবে আগামী ৪ বছরে বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থার মাধ্যমে প্রদান করা হবে।
রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, বিডিএফ সম্মেলনে বিশ্বব্যাংক রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করে ২টি চলামন প্রকল্পে অতিরিক্ত এবং একটি নতুন প্রকল্পে ৩৫০ মিলিয়ন ডলার অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এসব অর্থ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠি ও রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহার করা হবে।এছাড়া জাইকা ২ দশমিক ৭ বিলিয়ন বা ২৭০ কোটি ডলার ঋণ প্রদান করবে।এই অর্থ ৬টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, গত ২৯ ও ৩০ জানুয়ারি দু’দিনব্যাপী বিডিএফ সম্মেলন ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উন্নয়ন সহযোগি দেশ ও স্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাসস/আরআই/১৯৩২/জেহক