সীমান্ত হত্যা নিয়ে নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা : মোমেন

196

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : পররাষ্ট্রন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা ঘটলে ঢাকা সবসময়ই নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইতালি সফর উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ের সময় তিনি বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান চাই (সীমান্ত হত্যা বিষয়ে), যাতে সীমান্তবর্তী এলাকায় কাউকে জীবন দিতে না হয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা প্রতিটি ঘটনার পর বাংলাদেশে ভারতের হাইকমিশনারের মাধ্যমে সীমান্তহত্যা সম্পর্কে বাংলাদেশের উদ্বেগ জানিয়েছে। তিনি বলেন, ‘ভারত বার বার প্রতিশ্রুতি দিয়েছিল যে সীমান্তে কোনও মারনঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না এবং সীমান্তে হত্যার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তবে এটি ঘটছে।’
তিনি বলেন, ‘আমরা আর একটি মৃত্যুও দেখতে চাই না (সীমান্তে)। এটি গ্র্রণযোগ্য নয়। ভারতও একমত যে এটি গ্রহণযোগ্য নয়।’ সাম্প্রতিক সময়ে সীমান্ত হত্যাবৃদ্ধি হওয়ার ব্যাপারে একমত হয়ে মোমেন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক … আমরা এ সম্পর্কে খুব উদ্বিগ্ন।’ তিনি বাংলাদেশি নাগরিকদেরও সীমানা বিধি মেনে চলার আহ্বান জানান এবং সামান্য সুবিধার জন্য নিজেকে বিপদে ফেলতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ না করার আহ্বান জানান।