বাসস ক্রীড়া-১০ : ফেনীতে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

109

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বঙ্গবন্ধু
ফেনীতে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ফেনী, ০২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ও প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’ ফেনী জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। স্থানীয় ভাষা সৈনিক আব্দুস সালাম স্টেডিয়ামে আজ রবিবার সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: ওয়াহিদুজজামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে ক্রিকেট সারা বিশ্বের একটি জনপ্রিয় খেলা। যার মাধ্যমে আমাদের দেশকেও প্রতিনিধিত্ব করছে অনেকে।
তিনি খুদে ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করেফর্ম ধরে রাখার পাশাপাশি নতিকতার চর্চা এবং সঠিকভাবে পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনের পর অতিথিরা দুই দলের খেলোয়াড়, বিভিন্ন শিক্ষক এবং ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
ফেনী জেলা পর্যায়ের এ টুর্নামেন্টে ৮টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এ’ এবং বি’ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
দুই গ্রুপের শীর্ষ দুই দল আগামী ১৫ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলবে।
বাসস/সংবাদদাতা/১৮৫০/স্বব