বাজিস-৮ : নড়াইলে ডায়াবেটিস ও চক্ষু সেবা কেন্দ্র উদ্বোধন

110

বাজিস-৮
নড়াইল- সেবা কেন্দ্র
নড়াইলে ডায়াবেটিস ও চক্ষু সেবা কেন্দ্র উদ্বোধন
নড়াইল, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): জেলায় আজ অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ‘ওআরসিডি ডায়াবেটিস ও চক্ষু সেবা কেন্দ্র’-এর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুর ২টায় জেলা প্রধান অতিথি হিসাবে শহরের কুড়িগ্রামে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
ওআরসিডির প্রতিষ্ঠাতা ড. আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন নিলু, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাস প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এমকে