বাসস ক্রীড়া-৫ : তামিমের প্রথম ট্রিপল-সেঞ্চুরি

92

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বিসিএল
তামিমের প্রথম ট্রিপল-সেঞ্চুরি
ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : লংগার ভার্সন ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির পেলেন নিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিনে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সেন্ট্রল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে ট্রিপল সেঞ্চুরির করেন তামিম। গতকাল দ্বিতীয় দিন শেষে ২২২ রানে অপরাজিত ছিলেন তিনি।
আজ ইনিংসের ১৩৫তম ওভারের দ্বিতীয় বলে ট্রিপল সেঞ্চুরি পুর্ন করেন তামিম। ৪০৭ বল মোকাবেলায় ৪০টি বাউন্ডারির সহায়তায় বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। তামিমের আগে দেশের ক্রিকেটে প্রথম শ্রেনিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান।
২০০৭ সালে জাতীয় লিগে ফুতল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশাল বিভাগের হয়ে সিলেটের বিপক্ষে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল। তার ৬০৯ বলের ইনিংসে ৩৩টি চার ছিলো। ১৩ বছর পর দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন তামিম।
তামিমের ট্রিপল সেঞ্চুরির পর ২ উইকেটে দলীয় ৫৫৫ রানে নিজেদের ইনিংস ঘোষনা করে ইস্ট জোন। ৫৮৫ মিনিট ব্যাট করে ৪২৬ বলে ৪২ চার ও ৩ ছক্কায় ৩৩৪ রানে অপরাজিত থাকেন তামিম। বড় দৈর্ঘ্যর ম্যাচে এটিই তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিলো আন্তর্জাতিক অঙ্গনে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি পুর্ন করে ২০৬ রানে আউট হন তিনি। ২৭৮ বলের ইনিংসে ১৭টি চার ও ৭টি ছক্কা হাকিয়েছিলেন তিনি।
এর আগে গতকাল, ওয়ানডে স্টাইলে প্রথম শ্রেনির ক্রিকেটে ১২৫ বলে ১৬তম সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তামিম। পরে ২৪২ বলে ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
বাসস/এএমটি/১৭৩০/স্বব