বাসস দেশ-১৮ : নির্বাচনী প্রচারের সময় গুলিবর্ষণে জড়িত আরিফুলের রিমান্ড শুনানি বুধবার

106

বাসস দেশ-১৮
গুলিবর্ষণ-রিমান্ড শুনানী
নির্বাচনী প্রচারের সময় গুলিবর্ষণে জড়িত আরিফুলের রিমান্ড শুনানি বুধবার
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারের সময় গুলিবর্ষণে জড়িত আটক যুবক আরিফুল ইসলামের (৪৭) সাত দিনের রিমান্ড শুনানি আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার হাতিরঝিল থানার অস্ত্র মামলায় তার সাতদিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল।
হরতালের কারণে কারাগার থেকে আরিফুলকে আদালতে হাজির করা হয়নি। এইজন্য ঢাকা মহানগর হাকিম বাকী বিল্ল¬াহ তার রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হেলমেট পরিহিত অবস্থায় গুলি চালায়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় হাতিরঝিল থানায় অস্ত্র আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হক।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, আসামি প্রতিপক্ষ আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের লোকজনদের হত্যার উদ্দেশে পিস্তল দিয়ে সাত রাউন্ড গুলি ছোড়ে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, আরিফুল ছাত্রদলের সাবেক নেতা এবং বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পিএস ।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৭৩০/এসই