বাসস দেশ-১৬ : চলতি সপ্তাহে সিটি নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ

136

বাসস দেশ-১৬
সিটি-ভোট-গেজেট
চলতি সপ্তাহে সিটি নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেছেন, চলতি সপ্তাহেই ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
ফলাফল গেজেট আকারে প্রকাশের জন্য কমিশনে শিগগিরই পাঠানো হবে বলে তিনি জানান।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটিতে আতিকুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। রাতে রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।
এছাড়া দক্ষিণে ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ড এবং উত্তরে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়।
বাসস/এমএসএইচ/১৭১০/এসই