বাসস বিদেশ-৩ : মধ্যপ্রাচ্যে জাপানের নৌ-ডেস্ট্রয়ার

114

বাসস বিদেশ-৩
জাপান প্রতিরক্ষা
মধ্যপ্রাচ্যে জাপানের নৌ-ডেস্ট্রয়ার
টোকিও, ২ ফেব্রুয়ারি, ২০২০(বাসস ডেস্ক) : জাপান রোববার মধ্যপ্রাচ্যে নৌ-ডেস্ট্রয়ার পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজ জাহাজসমূহের নিরাপত্তায় ব্যতিক্রমী এই বিদেশী মিশনের উদ্যোগ নিয়েছে জাপান।
ওমান উপসাগর, আরব সাগরের উত্তরাঞ্চল ও এডেন উপসাগরের অংশবিশেষে তথ্য সংগ্রহে তাকানামি নামের নৌ-ডেস্ট্রয়ারটি টোকিওর দক্ষিণাঞ্চলের ইয়কোসুকা নৌ ঘাঁটি থেকে যাত্রা করেছে। যাত্রার প্রাক্কালে প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে ক্রু সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘জাপানী নৌ জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
এর আগে জাপান মার্কিন নেতৃত্বাধীন অপারেশন সেন্টিয়ালে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ব্যাপক জা¦ালানি ঘাটতির দেশ জাপানের সঙ্গে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক বেশ ভালো। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা কমাতে অ্যাবে গত বছর ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানিসহ মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।
বাসস/জুনা১৬৩৫/এমএসআই