বাজিস-২ : নাটোরে সপ্তাহব্যাপী রোভার মুটের সমাপনীতে মহা তাঁবু জলসা

130

বাজিস-২
নাটোর-মহা তাঁবু জলসা
নাটোরে সপ্তাহব্যাপী রোভার মুটের সমাপনীতে মহা তাঁবু জলসা
নাটোর, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : শতভাগ স্কাউট জেলা নাটোরে সপ্তাহব্যাপী ষষ্ঠ নাটোর জেলা রোভার মুট-২০২০ শেষ হয়েছে। সমাপনীতে শনিবার রাত নয়টায় মহা তাঁবু জলসা শেষে অংশগহ্রণকারী ৩৫টি কলেজের প্রায় তিনশ’ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে স্কাউট সদস্যরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবেন। এরফলে সমাজ, রাস্ট্র ও বিশ্ব মানবতা উপকৃত হবে। শতভাগ স্কাউট জেলা নাটোরে স্কাউট কার্যক্রমকে আরো গতিশীল করতে সর রকমের কার্যকর পদক্ষেগ গ্রহণ করা হবে বলে প্রধান অতিথি প্রতিশ্রুতি প্রদান করেন।
জেলা রোভার মুট কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ গোলাম রাব্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (প্রকল্প) আবু সালেহ মোহাঃ মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, নাটোর জেলা স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। জেলা প্রশাসকের সহধর্মিনী কামরুন্নহার হাসান অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
গত ২৮ জানুয়ারি নাটোর টেক্সটাইল ইন্সটিটিউট চত্বরে ষষ্ট জেলা রোভার মুট উদ্বোধন করা হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনে মাদক বিরোধী সমাবেশ, নিরাপদ সড়ক, আতœ উন্নয়ন সেশন ছাড়াও প্রতিবন্ধকতা পেরিয়ে এবং রাণী ভবানী রাজবাড়িতে হাইকিং কর্মসূচী উপভোগ করেন বলে জানান জেলা স্কাউট কমিশনার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
বাসস/সংবাদদাতা/১০৫০/নূসী