হবিগঞ্জের চুনারুঘাটে ডিজিটাল ক্লাসরুমের জন্য অনুদান প্রদান

292

হবিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : জেলার চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয় ও চান্দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের জন্য বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়ের উদ্যোগে আজ দুইলাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকালে ১১টার দিকে বিদ্যুৎ মন্ত্রনালয়ের উপ-সচিব ফারহানা রহমান অগ্রণী উচ্চবিদ্যালয় ও চান্দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধানদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
ডিজিটাল ক্লাসরুমের সরঞ্জামাদি কেনার জন্য একলাখ টাকা করে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানকে দুইলাখ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ নাহা, চান্দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি রানী দাস, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।