বাসস দেশ-২১ : জাতীয় কবিতা উৎসব কাল শুরু

148

বাসস দেশ-২১
কবিতা উৎসব- কর্মসূচি
জাতীয় কবিতা উৎসব কাল শুরু
ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আগামীকাল থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘৩৪তম’ জাতীয় কবিতা উৎসব। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার উৎসবের প্রতিপাদ্য হলো ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।’ এটি জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের একটি কবিতার পঙক্তি।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত জানিয়েছেন, এদিন জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করবেন কবি মহাদেব সাহা। অনুষ্ঠানে সুইডেন, নেপাল, ভারত ও উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।
২ ফেব্রুয়ারি সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম , শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল ইসলামের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে জাতীয় সংগীত, একুশের গান এবং উৎসব সংগীতের মধ্য দিয়ে উৎসব শুরু হবে।
উৎসবে তিনজন ভাষা সংগ্রামী প্রবীন কবিকে জাতীয় কবিতা পরিষদ সন্মাননা প্রদান করা হবে। এরা হলেন কবি আহমদ রফিক, আবদুল গাফফার চৌধুরী ও বোরহান উদ্দিন খান জাহাঙ্গির।
১৯৮৭ সালে সামরিক সরকারের বিরুদ্ধে শৃঙ্খলা মুক্তির ডাক দিয়ে প্রথম জাতীয় কবিতা উৎসবের আয়োজন করা হয় ।
বাসস/কেসি/১৮২০/কেজিএ